বড় পর্দায় ফিরল নীলাভ জগতের কল্পকাহিনী
ঢাকায় মুক্তি পেল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
- আপডেট সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৫৪৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: বিশ্ব সিনেমার ইতিহাসে আলোড়ন তোলা ‘অ্যাভাটার’ সিরিজের নতুন অধ্যায় এবার ঢাকায়। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশের দর্শকরাও বড় পর্দায় দেখতে পাচ্ছেন জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ‘Now Showing’ প্রচারণা। ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রদর্শিত হবে ছবিটি।
জেমস ক্যামেরনের নীল জগতে আবারও ডুব
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘অ্যাভাটার’ ছিল এক বৈপ্লবিক সাফল্যের নাম— যা ২.৯ বিলিয়ন ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার খেতাব পেয়েছিল।
দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালে আসে দ্বিতীয় পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, যা ২.৩ বিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রাখে।
মাত্র তিন বছরের ব্যবধানে এবার ক্যামেরন হাজির হয়েছেন সিরিজের তৃতীয় অধ্যায় নিয়ে। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ নতুন গল্প, নতুন পরিবেশ ও আরও উন্নত ভিজ্যুয়াল ইফেক্টে ভরপুর এক কল্পজগতের অভিযান অপেক্ষা করছে দর্শকদের জন্য।


















