তানোরে দুস্থ ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণে উষ্ণতা ছড়ালো মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৫৯৮ বার পড়া হয়েছে
বিশ্বজিত, তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, তানোর পৌর বিএনপির নেতা আব্দুল মালেক মন্ডল এবং তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত ওবাইদুর রহমান মোল্লা।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দলীয় কার্যালয় ও পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবুল হাসেম প্রমুখ।
আয়োজকরা জানান, গত কয়েকদিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় অসহায় মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেয়া হয়েছে। তানোর পৌর এলাকার বিভিন্ন মহল্লা ছাড়াও গোল্লাপাড়া বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অসংখ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।














