তারেক রহমানের প্রত্যাবর্তন ঢাকায় রাজশাহীর ৩৫ হাজারের বেশি বিএনপি নেতা-কর্মী
- আপডেট সময় : ০২:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৬০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক │ রাজশাহী │ ২৩ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় সমবেত হতে চলেছেন রাজশাহী বিভাগের হাজারো নেতা-কর্মী ও সমর্থক। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, এবার প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা হবেন।
রাজশাহী থেকে কোনো বিশেষ ট্রেন না থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশের যাত্রীচাপ বিবেচনায় ২৫ ডিসেম্বর পঞ্চগড়, চাটমোহর, যশোর ও খুলনা থেকে ঢাকাগামী চারটি স্পেশাল ট্রেন চালু থাকবে। নাটোর-ঢাকা রুটের জন্যও অনুমোদন চাওয়া হয়েছে, তবে এখনো তা পাওয়া যায়নি।
এই দিন পাবনা-রাজশাহী রুটের ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রহনপুর-রাজশাহী রুটের ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা স্থগিত করা হবে। রেলওয়ের মতে, বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত বগি সংযোজনের কারণে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগর থেকে প্রায় ৭০টি বাস ছাড়াও অসংখ্য মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা যাচ্ছেন। অনেকেই ইতোমধ্যে রওনা হয়েছেন, বাকিরা আজ বা কাল যাবেন। আমাদের হিসাব অনুযায়ী মহানগর থেকেই ১৫-১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।”
অন্যদিকে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জানান, “রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২২ থেকে ২৫ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। শুধু রাজশাহী-৬ আসন থেকেই যাবে প্রায় ৪-৫ হাজার মানুষ। কেউ বাসে, কেউ মাইক্রোবাসে, আবার কেউ ট্রেনে যাত্রা করবেন।”
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি বিশেষ ট্রেন চালু থাকবে—পঞ্চগড়, চাটমোহর, যশোর ও খুলনা থেকে ঢাকাগামী। এছাড়া রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ যোগ করা হবে।”
রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজশাহী থেকে নির্দিষ্ট কোনো স্পেশাল ট্রেন না থাকলেও যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত বগি সংযোজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব ট্রেনে প্রায় ২ হাজার ৫০০ জনের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।
রাজশাহী থেকে বিভিন্ন উপজেলা পর্যায়ে ইতোমধ্যে বাসগুলো বুকিং সম্পন্ন হয়েছে এবং সেগুলো ২৪ ডিসেম্বর রাত থেকেই ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।














