গোদাগাড়ী–তানোরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার অঙ্গীকার
রাজশাহী–১ আসনে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ১১:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৫৭৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ উদ্দীন বলেন, “নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ এখন নির্বাচনমুখী, এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমার ঘোষিত নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন করব। গোদাগাড়ী–তানোর কৃষিনির্ভর এলাকা, তাই কৃষকের জীবনমান উন্নয়নে এখানে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। কৃষিকে আধুনিকীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিই হবে আমার অগ্রাধিকার।”
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন ও মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল ইসলাম, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুমসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সদস্য সচিব কাওসার আহমেদ ও মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক প্রমুখ।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই চলবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ ও ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।














