১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে বানেসা বানু
- আপডেট সময় : ০৭:৪৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬০২ বার পড়া হয়েছে
বিশ্বজিত, তানোর : রাজশাহীর তানোরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বানেসা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তানোর কলেজপাড়া এলাকার মৃত আঃ গাফ্ফারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তানোর কলেজপাড়া এলাকায় বানেসা বানুর নিজ বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রায় ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বানেসা বানুর মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।














