রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা, তিন দিনের শোক ঘোষণা
- আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ৫২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য এক নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এই প্রয়াত নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজার ইমামতি করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলটির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময়ে চলে গেলেন, যখন দেশের মানুষ তাঁর নেতৃত্বের জন্য অপেক্ষা করছিল।”
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া—(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে, তাঁর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নারী নেত্রীর প্রয়াণে জাতির সর্বস্তরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


















