দ্বিতীয়বারের মতো সংসারের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা
- আপডেট সময় : ০৬:৩৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৫২২ বার পড়া হয়েছে
এশিয়ান ভয়েস ২৪ ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বৈবাহিক জীবনে নতুন অধ্যায় যুক্ত হলো বিচ্ছেদের। সাত বছরের দাম্পত্য জীবনের পর আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমা নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর এটি সম্পন্ন হয়। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে গায়িকা বলেন, “এখন আমি শুধুই গানে মনোযোগ দিতে চাই। জীবনের এই অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে সামনে এগিয়ে যেতে চাই।”
অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। আমাদের মধ্যে চিন্তা ও মানসিকতার ভিন্নতার কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মান অক্ষুণ্ণ রেখে এই সম্পর্কের ইতি টেনেছি। আশা করছি, এ বিষয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবেন না।”
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন সালমা। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে লোকসংগীতসহ আধুনিক গানেও নিজের অবস্থান মজবুত করেছেন।
এর আগে ২০১১ সালে সংসার শুরু করেছিলেন শিবলী সাদিকের সঙ্গে। তবে সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে ২০১৬ সালে। পরে ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। সাত বছর পর আবারও জীবনের নতুন পথে হাঁটছেন জনপ্রিয় এই গায়িকা।


















