নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
- আপডেট সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৫৫১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ত্রী-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনের মাধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। নির্বাচনে এনটিভির রাজশাহী স্পেশাল করেসপনডেন্ট শ.ম সাজু সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির সাতটি পদের মধ্যে ৫টিতে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় সভাপতি পদে শ.ম সাজু, সহ-সভাপতি পদে যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিষ্ট আব্দুল জাবীদ অপু, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবরার শাঈর, দফতর সম্পাদক পদে এখন টিভির সিনিয়র রিপোর্টার এন্ড ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসান রাজিব, এবং সদস্য পদে এন.টিভির শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আই এর ক্যামেরাম্যন মোস্তাফিজুর রহমান সোহান, এবং চ্যানেল ওয়ানের স্পেশাল করেসপনডেন্ট আহসান হাবীব অপু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
তবে বাকি দুটি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনটির ৪২ জন সদস্যের প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রদান করেন।
এতে তীব্র প্রতিদ্বিন্দিতার মধ্যে সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে বিজিত হয়েছেন স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম। এর বিপরীতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। অন্য দিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদেও কাছাকাছি অবস্থানে থেকে বিজিত হয়েছেন এখন টিভির ভিডিও জার্নালিষ্ট রায়হানুল ইসলাম রায়হান এবং এ পদে জয়লাভ করেছেন দীপ্ত টিভির ব্যুরো প্রধান ইউ.আদনান।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর অধ্যাপক ড. মোস্তফা কামাল আখন্দ নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট আবুল কালাম মুহাম্মদ আজাদ। এছাড়াও নির্বাচনের সাচিবিক দায়িত্ব পালন করেন যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সকলের উপস্থিতিতে এই নির্বাচনের ফলাফল গণনা ও ঘোষনা করেছেন। এ সময় তিনি বলেন, শতভাগ অংশগ্রহনের এই নির্বাচনে দারুণ প্রতিদ্বন্দিতা হয়েছে। তাতে অংশগ্রহন কারি প্রত্যেকেই সংগঠনের সদস্যদের কাছে সমাজ জনপ্রিয়। এ সময় তিনি এমন সৌহাদ্যর্পূণ্য সম্পর্কের মধ্যে আগামী দিনে এই সংগঠন দারুন ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেন। এই নির্বাচন একটি উদাহারন যার চার্চার মধ্যদিয়ে একটি বড় পরিশরে এমন সৌহাদ্যর্পূণ্যতা ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
পরে সংগঠনে সদ্য সাবেক আহ্ববায়ক মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল এই নির্বাচনে অংশগ্রহনকারি সকলের জন্য মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টিহয়। তিনি নবনির্বাচিত সকল সদস্যেদের শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি এনটিভির ব্যুরো প্রধান শ.ম সাজু আরটিজেএ আগামী দিনে সদস্যদের পেশাগত উন্নয়ন বিপদের সঙ্গি হবার প্রত্যায় ব্যক্ত করেন।



















