‘কাঁকন বাহিনী’র হামলা আবারও বাঘায়—মৃত্যু সোহেল রানার
- আপডেট সময় : ০৮:১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৫৪৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তাঁর স্ত্রী আহত হন।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়দের দাবি, কুষ্টিয়া জেলার কুখ্যাত ‘কাঁকন বাহিনী’ এই হামলার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে বাঘার ‘মোন্তাজ গ্রুপ’ ও কুষ্টিয়ার ‘কাঁকন বাহিনী’র মধ্যে চর দখল নিয়ে বিরোধ চলছিল। নিহত সোহেল রানা মোন্তাজ গ্রুপের সদস্য ছিলেন এবং পলাতক মোন্তাজের জমিজমা দেখাশোনা করতেন।
এর আগে গত ২৭ অক্টোবর একই বাহিনীর হামলায় মোন্তাজ গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঘা থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।













