কেশরহাটে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি’র অভিযোগ-মৃত বাছুর উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একাধিক কসাইয়ের বিরুদ্ধে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পৌর বাজারের মাছহাট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কসাই মুকুল, কাদেরের ছেলে ও বাচ্চু নিয়মিতভাবে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। ঘটনার দিনও তারা ৬টি গাভী গরু জবাই করে। একটি গরু জবাই করার পর গর্ভের বাচ্চাটি মাছহাটের পাশের পুকুরের ধারে ফেলে রাখেন। পরে স্থানীয়রা বাছুরের মৃতদেহ দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে অভিযুক্ত কসাইরা পালিয়ে যান। এসময় গরুর মাংস বাজারের বিভিন্ন হোটেল ও দোকানে বিক্রি হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহনপুর থানার জরুরি অফিসার এসআই জাহাঙ্গীর সরদারসহ পুলিশের একটি দল। গরুর বাচ্চার মৃতদেহ উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পাঠানো হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ বলেন, “রোগাক্রান্ত বা গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এটা একটি অপরাধ। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আসাদুল ইসলাম ও কেশরহাট পৌর স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান সবকিছু জেনে ও দেখেও না দেখার ভান করেন বলে দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক মাংস ব্যবসা চালিয়ে আসছে। ফলে কেশরহাট বাজারে ভোজনরসিকদের স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জোবায়দা সুলতানা বলেন, “বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। যে বা যারা এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী বা রোগাক্রান্ত গরুর মাংস খেলে মানুষের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং হরমোনজনিত নানা জটিলতা দেখা দিতে পারে। এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
স্থানীয়রা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, কেশরহাট বাজারে নিয়মিত নজরদারি বাড়ানো ও অবৈধ কসাইদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
জানাগেছে সন্ধ্যার আগে পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে কেশরহাটের কামরুলের খাবার হোটেলে নগদ ৩ হাজার ও টিপু’র খাবার হোটেলকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।













