মোহনপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাসেদুল
- আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৫০৭ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের আলো ও দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মোহনপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা শরিফুল ইসলাম রতন, সহসভাপতি আনছান তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, দপ্তর সম্পাদক আতাউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম ও শাহিনুর রহমানসহ অন্যান্যরা।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, মোহনপুর প্রেসক্লাব আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
















