রাজশাহী পল্লীবিদ্যুত লাইনম্যানের খামখেয়ালিতে পুড়ে শেষ পানবরজ

- আপডেট সময় : ০২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৮৩৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে বিদ্যুতের লাইন থেকে সৃষ্ট আগুনে ১০/১৫ কৃষকের পান বরজ পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের আমরাইল গ্রামের পানচাষী সৈয়ম উদ্দিন, আলতাফ হোসেন, অনিক হাসান, শরিফ, এন্তাজসহ কয়েকজনের পান বরজে আগুন লাগে।
বিদ্যুতের লাইন থেকে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত পান বরজের কৃষকরা জানান, রাজশাহী পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের লাইনম্যান আলমগীর হোসেন ও মেহেদি হাসান একটি নতুন ইলেকট্রিক পোলে ফিউজ কানেক্ট করার সময় আগুন জ্বলে উঠলে স্থানীয়রা লাইনম্যানকে বিদ্যুত বন্ধ করে কাজ করার জন্য অনুরোধ জানায়। লাইনম্যান স্থানীয়দের কথা না শুনে বিদ্যুত চলমান থাকা অবস্থায় ফিউজ কানেক্ট করার সময় বিদ্যুতের লাইন থেকে সৃষ্ট আগুন পানবরজে পড়লে আগুন ধরে গেলে সটকে পড়ে দুই লাইনম্যান।
এসময় বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে রাজশাহী পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিস ঘেরাও করে পল্লীবিদ্যুত অফিসের লাইনম্যান ইব্রাহিম হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পরে মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিদ্যুতের সৃষ্ট আগুনে পানচাষী কৃষকদের প্রায় ১’শ পোন পানবরজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় দ্রুত ঘটনাস্থলে আসেন মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার ফাইটাররা। এতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পান বরজের সাজ সহ সবকিছু পান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ অগ্নিকাণ্ডে।
পানবরজ মালিক অনিক হাসান বলেন, পান বরজের পাশ দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে। সেই লাইন থেকে পান বরজে আগুন ধরে যায়। আগুন মহুর্তের মধ্যেই পাশে থাকা আলতাফ হোসেন, আঃ করিম, শরিফ, এন্তাজ এর পান বরজেও ছড়িয়ে পড়ে। ওই আগুনে ১০/১৫ টির মত বরজ ভষ্মীভূত হয়ে গেছে।
এবিষয়ে রাজশাহী পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ মেহেদী হাসান জানান, দুই লাইনম্যান কাজ শেষে পোলে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে ফিউজ লাগানোর সময় আগুন দেখতে পায় এবং নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আগুনে পুড়ে গেছে পানবরজ।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, আগুনে পানবরজ ভষ্মীভূত হওয়ার পর ক্ষতিগ্রস্ত পানবরজ পরিদর্শন করেছি। কি পরিমান পানবরজ পুড়ে গেছে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা তৈরীর জন্য কৃষি অধিদপ্তরকে বলা হয়েছে।