মোহনপুরে রাতে কৃষকের ৪ গরু চুরি, বাড়ছে আতঙ্ক

- আপডেট সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৮৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে রাতের আঁধারে কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ মে) দিবারাতে উপজেলার ধুরইল ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের এক কৃষকের ৪টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
চুরি হওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে সাড়ে ৩ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ৪টি গরুর মধ্যে একটি লাল রংয়ের বাছুর, একটি সাদা রংয়েে গাভী ও দু’টি লাল রংয়ের ষাঁড় গরু রয়েছে। এরমধ্যে একটি ষাঁড় গরু এবার কোরবানির হাটে বিক্রির জন্য তিল তিল করে বড় করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রেখে যান। ভোরে গরুগুলোকে খেতে দিতে গিয়ে দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। এর পরেই তার ডাক চিৎকারে এলাকার লোকজন বাড়িতে আসে। এ অবস্থায় তাৎক্ষণিক সব স্থানে খোঁজ করেও গরুগুলোর আর সন্ধান পাননি।
এসময় কান্নাজড়িত কণ্ঠে সাইদুর রহমান বলেন, অভাব অনটনের সংসারে এ চারটি গরুই ছিল তার জীবিকা নির্বাহের পাথেয়। একমাত্র সম্বল হারিয়ে ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’