০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সেরা এসআই মাহাবুব আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৫১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী জেলায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলমকে রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম এই স্বীকৃতি প্রদান করেন। এ সময় তাকে শ্রেষ্ঠত্বের সম্মানসূচক উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবি সূত্র জানায়, এসআই মাহাবুব আলম তার গোয়েন্দা দক্ষতা ও নিবিড় পরিকল্পনার মাধ্যমে মাদকবিরোধী একাধিক সফল অভিযান পরিচালনা করেছেন। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইনের মতো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন তিনি। গ্রেফতার করা হয়েছে একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, যাদের অনেকে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন।

উল্লেখ্য, এর আগেও মে ও জুন মাসে তিনি রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন।

একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমিত জনবল ও সরঞ্জামের মধ্যেও এসআই মাহাবুব আলম পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে মাদক নির্মূলে ডিবি পুলিশের কার্যক্রম আরও কার্যকর হয়ে উঠেছে।

প্রতিক্রিয়ায় এসআই মাহাবুব আলম বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মাদকমুক্ত রাজশাহী গড়তে আমি সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপদ ভবিষ্যতের জন্যই আমরা কাজ করছি।”

সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে গোয়েন্দা পুলিশের তৎপরতা মাদক নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সেরা এসআই মাহাবুব আলম

আপডেট সময় : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী জেলায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলমকে রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম এই স্বীকৃতি প্রদান করেন। এ সময় তাকে শ্রেষ্ঠত্বের সম্মানসূচক উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবি সূত্র জানায়, এসআই মাহাবুব আলম তার গোয়েন্দা দক্ষতা ও নিবিড় পরিকল্পনার মাধ্যমে মাদকবিরোধী একাধিক সফল অভিযান পরিচালনা করেছেন। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইনের মতো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন তিনি। গ্রেফতার করা হয়েছে একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, যাদের অনেকে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন।

উল্লেখ্য, এর আগেও মে ও জুন মাসে তিনি রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন।

একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমিত জনবল ও সরঞ্জামের মধ্যেও এসআই মাহাবুব আলম পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে মাদক নির্মূলে ডিবি পুলিশের কার্যক্রম আরও কার্যকর হয়ে উঠেছে।

প্রতিক্রিয়ায় এসআই মাহাবুব আলম বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মাদকমুক্ত রাজশাহী গড়তে আমি সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপদ ভবিষ্যতের জন্যই আমরা কাজ করছি।”

সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে গোয়েন্দা পুলিশের তৎপরতা মাদক নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।