০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে অচল দেশ সচল হবে: মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৬১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “অচল দেশকে সচল করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলেই দেশের আর কোনো সাংবিধানিক সংস্কারের প্রয়োজন হবে না।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর পবা উপজেলার পশ্চিম হরিপুর মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট মিলন বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। দল ছিলো একটি, ভোটার একজন। এই শাসন ব্যবস্থা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে। অতীতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে একনায়কতন্ত্র চালু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেন এবং সময়োপযোগী ১৯ দফা উপস্থাপন করেন, যা আজও আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক।”

তিনি বলেন, “বর্তমানে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি ও দমননীতি চলছে। জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই দুঃসময় কাটিয়ে উঠতে গত সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এখনো সেই আন্দোলন চলছে, কারণ দেশে এখনো একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি।”

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, “সংস্কার-সংস্কার না করে এবং অগণতান্ত্রিক দলের কথায় তাল মেলানো বন্ধ করে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। হাজারো প্রাণের বিনিময়ে যে আন্দোলন চলছে, তার মূল্য দিতে হবে সরকারকে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান। পরিচালনা করেন হড়গ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমাতুল্লাহ মিঠু এবং যুগ্ম আহ্বায়ক রুবেল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, মহানগর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম, হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব শাহীন রেজা সান্নান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলহাজ বকুল হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে অচল দেশ সচল হবে: মিলন

আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “অচল দেশকে সচল করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলেই দেশের আর কোনো সাংবিধানিক সংস্কারের প্রয়োজন হবে না।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর পবা উপজেলার পশ্চিম হরিপুর মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট মিলন বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। দল ছিলো একটি, ভোটার একজন। এই শাসন ব্যবস্থা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে। অতীতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে একনায়কতন্ত্র চালু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেন এবং সময়োপযোগী ১৯ দফা উপস্থাপন করেন, যা আজও আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক।”

তিনি বলেন, “বর্তমানে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি ও দমননীতি চলছে। জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই দুঃসময় কাটিয়ে উঠতে গত সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এখনো সেই আন্দোলন চলছে, কারণ দেশে এখনো একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি।”

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, “সংস্কার-সংস্কার না করে এবং অগণতান্ত্রিক দলের কথায় তাল মেলানো বন্ধ করে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। হাজারো প্রাণের বিনিময়ে যে আন্দোলন চলছে, তার মূল্য দিতে হবে সরকারকে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান। পরিচালনা করেন হড়গ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমাতুল্লাহ মিঠু এবং যুগ্ম আহ্বায়ক রুবেল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, মহানগর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম, হড়গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব শাহীন রেজা সান্নান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলহাজ বকুল হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।