রাজশাহীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টসের আওতায় ৪০ শিক্ষার্থীকে সম্মাননা

- আপডেট সময় : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৭০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে “এসইডিপি” স্কিমের আওতায় রাজশাহীর মোহনপুরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এর আগে ২০ জন এসএসসি শিক্ষার্থী পেয়েছেন ১০ হাজার এবং ২০ জন এইচএসসি শিক্ষার্থী পেয়েছেন ২৫ হাজার টাকা করে অনুদান।
মোহনপুরের ২৫টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সহায়তা পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব।
অতিথিরা বলেন, “এ ধরনের অনুদান শিক্ষার্থীদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”