গাজীপুরে তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহী সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০১:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৭১০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শনিবার রেলগেট ও সাহেব বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সকালে ১১টায় নগরীর রেলগেটে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রথম মানববন্ধনে অংশ নেন রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক। মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল রেলগেট থেকে নিউ মার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে শেষ হয়।
দুপুর ১২টায় রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় মানববন্ধনে রাজশাহী প্রেস ক্লাব, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সময় বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত। আমরা জীবন বাজি রেখে সত্য প্রকাশ করি, কিন্তু নিরাপত্তার অভাবে কাজ করাই কঠিন হয়ে পড়েছে।”
তারা সরকারের প্রতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর করার আহ্বান জানান, যাতে আর কোনো সাংবাদিককে প্রাণ হারাতে না হয়। একই সঙ্গে তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।”
রাজশাহীর বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।