রাজশাহীর মোহনপুরে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

- আপডেট সময় : ০৯:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৫৯৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক আকবর হোসেন তিনি খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে।
নিহতের ছেলে সুজনসহ স্থানীয়রা জানান, আকবর কৃষিকাজ করে সংসার চালাতেন। তিনি ১৪টি এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়ে একটি বিল্ডিং বাড়ি তৈরি করেন। ঋনের চাপে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। সোমবার সকালে তিনি পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এরপর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার পবা উপজেলার বামনশেখর এলাকা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এক ভ্যানচালক বাবা নিজ স্ত্রী, শিশু পুত্র ও মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঋণের দায়ে ও খাওয়ার অভাবে তিনি এ কাজ করেন বলে সুইসাইড নোটে লিখে যান।