১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুর টিটিসিতে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের সনদ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৫৭৮ বার পড়া হয়েছে

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের মধ্যে স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

সরকারের জনশক্তি রফতানি কর্মসূচির আওতায় প্রায় বিনা খরচে বা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চলতি মাসের ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩৯০ জনের মধ্যে প্রথম ধাপে ১৩১ জন কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, মোটর ড্রাইভিং ট্রেডের ইনচার্জ ইমাম হোসেন, কম্পিউটার ট্রেডের ইনচার্জ কামাল হোসেন, মেশন ট্রেডের ইনচার্জ শহিদুল ইসলাম, প্রশিক্ষক আবু সুফিয়ান ও আবু রায়হান, ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক সাইফুদ্দিন শেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষকরা বলেন, বিদেশে গিয়ে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে শুধু প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভব হবে না, বরং অতিরিক্ত ২.৫% প্রণোদনাও পাওয়া যাবে। কর্মীদের উদ্দেশ্যে তারা সৎভাবে কাজ করার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, আন্তরিক পরিবেশে সুন্দরভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। মালয়েশিয়ায় গিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুর টিটিসিতে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের সনদ বিতরণ

আপডেট সময় : ০৮:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের মধ্যে স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

সরকারের জনশক্তি রফতানি কর্মসূচির আওতায় প্রায় বিনা খরচে বা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চলতি মাসের ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩৯০ জনের মধ্যে প্রথম ধাপে ১৩১ জন কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, মোটর ড্রাইভিং ট্রেডের ইনচার্জ ইমাম হোসেন, কম্পিউটার ট্রেডের ইনচার্জ কামাল হোসেন, মেশন ট্রেডের ইনচার্জ শহিদুল ইসলাম, প্রশিক্ষক আবু সুফিয়ান ও আবু রায়হান, ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক সাইফুদ্দিন শেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষকরা বলেন, বিদেশে গিয়ে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে শুধু প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভব হবে না, বরং অতিরিক্ত ২.৫% প্রণোদনাও পাওয়া যাবে। কর্মীদের উদ্দেশ্যে তারা সৎভাবে কাজ করার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, আন্তরিক পরিবেশে সুন্দরভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। মালয়েশিয়ায় গিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেন তারা।