দূর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নিশ্চিতে ইউএনও’র মনিটরিং

- আপডেট সময় : ০৬:৪৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৬৪৪ বার পড়া হয়েছে
দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও সাতটি ইউনিয়নের স্কুল-মাদরাসায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসনের গঠিত টিম প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, ক্লাস পরিচালনা, শিক্ষার পরিবেশ, ওয়াশব্লক ব্যবহারের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে সমস্যাগুলো চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠে উৎসাহিত করা এবং নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে উপজেলার শিক্ষার মান আরও উন্নত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে। মনিটরিং টিমের পরিদর্শনের ফলে যে সমস্যাগুলো ধরা পড়ছে, তা দ্রুত সমাধান করা হচ্ছে।”