জাতীয় পার্টির অফিস সিলগালা করতে বিজয়নগরে যাচ্ছে শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৫৬৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির অফিস সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে বিজয়নগরের দিকে রওনা হন শিক্ষার্থীরা। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
মিছিলের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বিজয় নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায়। সেখানে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা বিজয় নগর যেতেই জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের উপর হামলে পড়ে। আমাদের ধারণা ওখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও আছে। এখনো সেখানে ঝামেলা চলছে।