মানব উন্নয়নে সিজেডএম ও নাবিল গ্রুপের যাকাত সহায়তা

- আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৫৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে জীবিকা উন্নয়ন কেন্দ্র পবা প্রকল্পের অধীনে দ্বিতীয় দফায় যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার ভেড়াপাড়ায় নাবিল গ্রুপের মসজিদে এ তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৩৯৮টি মুস্তাহিক পরিবারের মাঝে মোট ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাহান বকস মণ্ডল। তিনি বলেন, “শুধু যাকাত নয়, আমরা মসজিদের ইমাম ও মাদরাসার ছাত্রদের সহায়তা, চিকিৎসা, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিবাহের ব্যবস্থা এবং নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। তিনি সদস্যদের সফলতার গল্প শুনে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিজেডএম-এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্নেল (অব.) জাকারিয়া হোসেন জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সিজেডএম প্রায় ১৭ লাখ মানুষের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দিয়েছে। এ সময় সিজেডএম জীবিকা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৪টি দলের ১৪ জন নেত্রীর হাতে দ্বিতীয় দফার তহবিলের চেক হস্তান্তর করা হয়।