১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে বেনাপোলে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৫২০ বার পড়া হয়েছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বেনাপোলে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল শহরের যশোর–কলকাতা মহাসড়কের বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ও তথাকথিত ‘পোটুয়া বাহিনী’ ইসলামী ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অরাজকতা সৃষ্টি করেছে। এর ফলে ব্যাংকের স্থিতিশীল পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রাহকরা নানা হয়রানির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বর্তমানে আর্থিক সংকট, ডলারের অভাব এবং ভুয়া ঋণ প্রদানের মতো জটিলতায় জর্জরিত। এসব সংকটের পেছনে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও অর্থপাচারকারী সিন্ডিকেটের যোগসাজশ দায়ী বলে তারা দাবি করেন।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আর কোনো অরাজকতা দেখতে চাই না। কোনো অদক্ষ কর্মকর্তা বা এস আলমের নিয়োগপ্রাপ্ত দখলদারকে সহ্য করা হবে না। অবিলম্বে তাদের বহিষ্কার করতে হবে।”

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতাকর্মী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

আয়োজক: ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে বেনাপোলে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বেনাপোলে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল শহরের যশোর–কলকাতা মহাসড়কের বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ও তথাকথিত ‘পোটুয়া বাহিনী’ ইসলামী ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অরাজকতা সৃষ্টি করেছে। এর ফলে ব্যাংকের স্থিতিশীল পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রাহকরা নানা হয়রানির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বর্তমানে আর্থিক সংকট, ডলারের অভাব এবং ভুয়া ঋণ প্রদানের মতো জটিলতায় জর্জরিত। এসব সংকটের পেছনে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও অর্থপাচারকারী সিন্ডিকেটের যোগসাজশ দায়ী বলে তারা দাবি করেন।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আর কোনো অরাজকতা দেখতে চাই না। কোনো অদক্ষ কর্মকর্তা বা এস আলমের নিয়োগপ্রাপ্ত দখলদারকে সহ্য করা হবে না। অবিলম্বে তাদের বহিষ্কার করতে হবে।”

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতাকর্মী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

আয়োজক: ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ