“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
মোহনপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

- আপডেট সময় : ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৫৫৭ বার পড়া হয়েছে
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
৮ অক্টোবর সকালে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) জোবায়দা সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজীব হোসেন রাজু, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন ও জুয়েল রানা, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, নারীর সমান অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মোহনপুর, সহযোগিতায় ছিল দি হাঙ্গার প্রজেক্ট ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। আলোচনা সভায় অংশ নেন বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী শিশু শিক্ষার্থীরাও।