কেনাকাটায় অনিয়মের অভিযোগে নথি জব্দ
রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান

- আপডেট সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৫৪২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেনাকাটায় অনিয়মের অভিযোগে বুধবার (৮ অক্টোবর) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, “২০২১-২২ অর্থবছরে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক উচ্চ দামে পণ্য ক্রয় করায় সরকারের প্রায় ৩ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৫৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে—এমন অডিট আপত্তির ভিত্তিতেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো যাচাই করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এখনও কিছু কাগজপত্র আমাদের হাতে আসেনি। সব নথি পেলে মোট বাজেট ও কেনাকাটার পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।”
দুদক সূত্রে জানা যায়, রেল পরিচালনার জন্য বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।