কৃষকদের পাশে উপজেলা কৃষি বিভাগ
রাজশাহী দুর্গাপুরে অতিবৃষ্টি ও ঝড়ে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৫৫৯ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, রাজশাহী: রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় শুক্রবার রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধান, পান, মাছ ও সবজি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অনেক জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে, পানের বরজ ভেঙে গেছে, এবং মাছের ঘেরের পানি উপচে পড়েছে।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি বিভাগ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত মাঠগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌহিদুর রহমান, মো. ফরিদ হোসাইন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোতালেব হোসেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী বলেন,
“পড়ে যাওয়া ধান দ্রুত বেঁধে তুলুন, এতে কিছুটা হলেও ফলন রক্ষা করা সম্ভব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পানের বরজ মেরামত ও জমির পানি দ্রুত নিষ্কাশনে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন,
“কৃষক ভাইদের আমরা একা ফেলব না। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত সহায়তা দিচ্ছেন। প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শের মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করা হবে।”
কৃষি কর্মকর্তারা বলেন,
“প্রাকৃতিক দুর্যোগে হতাশ না হয়ে ধৈর্য ধরে পুনরুদ্ধারের কাজ শুরু করতে হবে। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।”
এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ চলছে। ক্ষতির প্রাথমিক হিসাব শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।














