২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায়
মোহনপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৫৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৬১৯ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবি মৌসুমে বোরো উফশী ধান, গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, মোহনপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন,
> “সরকার কৃষি উৎপাদন টেকসই রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে আছে। এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমের ফসল উৎপাদনে গতি আসবে এবং কৃষকের উৎপাদন খরচও কমবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মোট ৭ হাজার ৯৭০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। এর মধ্যে—
৭ হাজার কৃষক পাবেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
৬’শ কৃষক পাবেন ৫ কেজি বোরো উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।
১’শ কৃষক পাবেন ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।
২’শ কৃষক পাবেন ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।
৫০ কৃষক পাবেন ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি।
১০ কৃষক পাবেন ৫ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি।
১০ কৃষক পাবেন ৫ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কৃষকদের রবি মৌসুমের ফসল আবাদে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














