০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে ১২ টন রং মেশানো মুগডাল জব্দ, দুই মিলকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৫৯৩ বার পড়া হয়েছে

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে টারটাজাইন নামক ক্ষতিকর হলুদ রং মিশিয়ে মুগডাল তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ১২ টন (৪৭২ বস্তা) রং মেশানো ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ডাল মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হলিদাগাছী এলাকায় এই অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে হলিদাগাছী এলাকার মেসার্স পারভেজ ডাল অ্যান্ড সটিং মিলে টারটাজাইন মিশিয়ে তৈরি করা প্রায় ১২ মেট্রিক টন মুগডাল জব্দ করা হয়। এ সময় মিলের মালিক বাবর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে দুপুরে পার্শ্ববর্তী মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ ডাল মিলে নিম্নমানের ডাল উৎপাদনের দায়ে মিল মালিক নাসির উদ্দিনকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, “টারটাজাইন রং মানব ও পশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মিল কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, তারা রং মেশানো ডালকে মুগডাল হিসেবে বিক্রি করছিল। জব্দকৃত ডাল ‘মথ’ নাকি ‘মুগ’, তা পরীক্ষাগারে নির্ণয় করা হবে।”

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান বলেন, “দুটি মিলে রং মেশানো, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ডাল পাওয়া গেছে। অপরাধ স্বীকার করায় জরিমানা করা হয়েছে এবং ৪৭২ বস্তা রং মেশানো ডাল জব্দ করা হয়েছে।”

এর আগে গত রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘মথ’ ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রির বিষয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ১২ টন রং মেশানো মুগডাল জব্দ, দুই মিলকে জরিমানা

আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে টারটাজাইন নামক ক্ষতিকর হলুদ রং মিশিয়ে মুগডাল তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ১২ টন (৪৭২ বস্তা) রং মেশানো ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ডাল মিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হলিদাগাছী এলাকায় এই অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে হলিদাগাছী এলাকার মেসার্স পারভেজ ডাল অ্যান্ড সটিং মিলে টারটাজাইন মিশিয়ে তৈরি করা প্রায় ১২ মেট্রিক টন মুগডাল জব্দ করা হয়। এ সময় মিলের মালিক বাবর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে দুপুরে পার্শ্ববর্তী মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ ডাল মিলে নিম্নমানের ডাল উৎপাদনের দায়ে মিল মালিক নাসির উদ্দিনকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, “টারটাজাইন রং মানব ও পশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মিল কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, তারা রং মেশানো ডালকে মুগডাল হিসেবে বিক্রি করছিল। জব্দকৃত ডাল ‘মথ’ নাকি ‘মুগ’, তা পরীক্ষাগারে নির্ণয় করা হবে।”

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান বলেন, “দুটি মিলে রং মেশানো, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ডাল পাওয়া গেছে। অপরাধ স্বীকার করায় জরিমানা করা হয়েছে এবং ৪৭২ বস্তা রং মেশানো ডাল জব্দ করা হয়েছে।”

এর আগে গত রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘মথ’ ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রির বিষয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছিল।