০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মনোনয়ন নিয়ে চাপে হাইকমান্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

এভিনিউজ ২৪ প্রতিবেদন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মনোনয়ন নিয়ে চাপে বিএনপি

এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

দলীয় নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, মনোনয়ন বঞ্চিতদের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। প্রয়োজনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হতে পারে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিএনপির মনোনয়ন বঞ্চিত অনেক নেতা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তাদের অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেছেন রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থীর নাম স্থগিতও করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

২৩৭ আসনের তালিকায় নেই বহু হেভিওয়েট নেতা

গত সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক এমপি রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা বাদ পড়েছেন।

তালিকায় নাম না থাকা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “এটি প্রাথমিক তালিকা মাত্র। সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে। এখনই একে চূড়ান্ত হিসেবে দেখা ঠিক হবে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ঘোষিত তালিকাকে সম্ভাব্য প্রার্থী তালিকা বলা হয়েছে। প্রয়োজনে স্থায়ী কমিটি প্রার্থীদের অদলবদল করতে পারে। তফসিল ঘোষণার পরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।”

শরিকদের জন্য আসন বরাদ্দ

২৩৭ আসনের বাইরে এখনো ৬৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় ৪০টি আসন শরিক দলগুলোর জন্য বরাদ্দ রাখার কথা ভাবা হচ্ছে। বাকি আসনগুলোতে মনোনয়ন দেওয়া হবে যোগ্য দলীয় প্রার্থীদের মধ্যে থেকে।

তবে দলীয় ভেতরের অসন্তোষ ও প্রভাবশালী নেতাদের বাদ পড়ায় হাইকমান্ড এখন বেশ চাপের মুখে পড়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মনোনয়ন নিয়ে চাপে হাইকমান্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

এভিনিউজ ২৪ প্রতিবেদন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মনোনয়ন নিয়ে চাপে বিএনপি

এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

দলীয় নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, মনোনয়ন বঞ্চিতদের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। প্রয়োজনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হতে পারে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিএনপির মনোনয়ন বঞ্চিত অনেক নেতা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তাদের অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেছেন রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থীর নাম স্থগিতও করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

২৩৭ আসনের তালিকায় নেই বহু হেভিওয়েট নেতা

গত সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক এমপি রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা বাদ পড়েছেন।

তালিকায় নাম না থাকা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “এটি প্রাথমিক তালিকা মাত্র। সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে। এখনই একে চূড়ান্ত হিসেবে দেখা ঠিক হবে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ঘোষিত তালিকাকে সম্ভাব্য প্রার্থী তালিকা বলা হয়েছে। প্রয়োজনে স্থায়ী কমিটি প্রার্থীদের অদলবদল করতে পারে। তফসিল ঘোষণার পরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।”

শরিকদের জন্য আসন বরাদ্দ

২৩৭ আসনের বাইরে এখনো ৬৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় ৪০টি আসন শরিক দলগুলোর জন্য বরাদ্দ রাখার কথা ভাবা হচ্ছে। বাকি আসনগুলোতে মনোনয়ন দেওয়া হবে যোগ্য দলীয় প্রার্থীদের মধ্যে থেকে।

তবে দলীয় ভেতরের অসন্তোষ ও প্রভাবশালী নেতাদের বাদ পড়ায় হাইকমান্ড এখন বেশ চাপের মুখে পড়েছে বলে জানা গেছে।