০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মানবেতর জীবন থেকে আশার আলো

যশোরের আফিয়ার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৬০২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে গায়ের রংয়ের কারণে পিতার ফেলে যাওয়া সেই শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে তাদের একটি নতুন ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে এই বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আফিয়া ও তার মায়ের মানবেতর জীবনযাপনের দৃশ্য ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নিতে দলের নেতাদের নির্দেশ দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আগামী দশ দিনের মধ্যে আফিয়ার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়া হচ্ছে এবং আফিয়ার পিতাকে পরিবারে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, আফিয়া জেনেটিক ডিজঅর্ডারে ভুগছে—যা লাখে একজনের মধ্যে দেখা যায়। পরিবারের শিক্ষার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণে এই শিশুকে অবহেলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারােক রহমানের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন। তিনি জানান, দীর্ঘদিনের কষ্ট লাঘবে এমন পদক্ষেপ তাদের জন্য বড় স্বস্তি ও আশার আলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মানবেতর জীবন থেকে আশার আলো

যশোরের আফিয়ার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

যশোর প্রতিনিধি: যশোরে গায়ের রংয়ের কারণে পিতার ফেলে যাওয়া সেই শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে তাদের একটি নতুন ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে এই বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আফিয়া ও তার মায়ের মানবেতর জীবনযাপনের দৃশ্য ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নিতে দলের নেতাদের নির্দেশ দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আগামী দশ দিনের মধ্যে আফিয়ার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়া হচ্ছে এবং আফিয়ার পিতাকে পরিবারে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, আফিয়া জেনেটিক ডিজঅর্ডারে ভুগছে—যা লাখে একজনের মধ্যে দেখা যায়। পরিবারের শিক্ষার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণে এই শিশুকে অবহেলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারােক রহমানের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন। তিনি জানান, দীর্ঘদিনের কষ্ট লাঘবে এমন পদক্ষেপ তাদের জন্য বড় স্বস্তি ও আশার আলো।