০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়-শফিকুল হক মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, এবং সঞ্চালনা করেন নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের ট্রেন ইতোমধ্যে চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামানো যাবে না। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান নিজের মাটিতে পা রাখবেন—এটা এখন সময়ের দাবি। বিএনপি আপসহীনভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতি বা আবেগ নিয়ে ব্যবসা করা বিএনপির নীতি নয়; জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে—ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, “তারেক রহমানের দেশে ফেরা মানে কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে নির্বাসনে রাখা হলেও জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যায়নি। এখন সময় এসেছে গণতন্ত্রবিরোধী সব শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”

তিনি আরও বলেন, “রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারেক রহমান কেবল একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনের জীবন্ত প্রতীক।”
সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।

বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করবে। এটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়-শফিকুল হক মিলন

আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, এবং সঞ্চালনা করেন নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের ট্রেন ইতোমধ্যে চলতে শুরু করেছে, এই ট্রেন আর থামানো যাবে না। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান নিজের মাটিতে পা রাখবেন—এটা এখন সময়ের দাবি। বিএনপি আপসহীনভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতি বা আবেগ নিয়ে ব্যবসা করা বিএনপির নীতি নয়; জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে—ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, “তারেক রহমানের দেশে ফেরা মানে কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে নির্বাসনে রাখা হলেও জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যায়নি। এখন সময় এসেছে গণতন্ত্রবিরোধী সব শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”

তিনি আরও বলেন, “রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারেক রহমান কেবল একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনের জীবন্ত প্রতীক।”
সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।

বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করবে। এটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।