মোহনপুরে হত্যার পরও থামেনি পুকুর খনন-নির্বিকার প্রশাসন
- আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৮১২ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে আলোচিত ভেকু চাপায় যুবক হত্যার ঘটনাও যেন থামাতে পারেনি অবৈধ পুকুর খননের দৌরাত্ম্য। দলীয় প্রভাব খাটিয়ে এবারও চলছে পুকুর খননের কাজ। খবর পেয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ দুটি এক্সকাভেটর (ভেকু) মেশিনের চারটি ব্যাটারি খুলে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মতিহার গ্রামের বারনয় নদী সংলগ্ন বিলে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভুট্টু নামের এক নেতা গত দুই দিন ধরে অতিরিক্ত ভেকু মেশিন ব্যবহার করে দ্রুতগতিতে আবাদি জমিতে পুকুর খনন চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী বাধা দিলেও প্রভাব খাটিয়ে তিনি জোরপূর্বক মাটি কাটার কাজ অব্যাহত রাখেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “বিষয়টি আমি জানি না।” তবে থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খান বলেন, “পুকুর খননের সংবাদ পেয়ে দুটি ভেকু মেশিন থেকে চারটি ব্যাটারি খুলে আনা হয়েছে। তবে পুকুর খননের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।”
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারকে ফোন করা হলে তিনি বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে জুম মিটিংয়ে থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর উপজেলার ধুরইল ইউনিয়নের ভিমনগর বিলে পুকুর খননকে কেন্দ্র করে ভেকুর নিচে চাপা পড়ে মারা যান আহমেদ জোয়ায়ের নামের এক যুবক। সে ঘটনায় এলাকাবাসীর সহায়তায় এক্সকাভেটর চালককে আটক করে পুলিশে দিলেও ৭ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।।














