০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় শোক পালনে বন্ধ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নতুন তারিখ শিগগিরই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “রাষ্ট্রীয় শোক উপলক্ষে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়টি শিগগিরই জানানো হবে।”
তিনি আরও জানান, সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।

উল্লেখ্য, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। প্রার্থীদের সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হতো।

পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পূর্বে নির্দেশনা দিয়েছিল— প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণসহ অন্যান্য দিকনির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, যেকোনো ধরনের প্রতারণা বা অসাধু ব্যক্তির প্রলোচনায় না পড়তে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর–২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রীয় শোক পালনে বন্ধ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নতুন তারিখ শিগগিরই

আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “রাষ্ট্রীয় শোক উপলক্ষে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়টি শিগগিরই জানানো হবে।”
তিনি আরও জানান, সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।

উল্লেখ্য, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। প্রার্থীদের সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হতো।

পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পূর্বে নির্দেশনা দিয়েছিল— প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণসহ অন্যান্য দিকনির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, যেকোনো ধরনের প্রতারণা বা অসাধু ব্যক্তির প্রলোচনায় না পড়তে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর–২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।