মহাকালের সমাপ্তি, মহাকাব্যের যাত্রা শুরু-মিলন
- আপডেট সময় : ০৩:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৫৯০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর মধ্যপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর স্থানীয় বাসিন্দা মোসা. জাহানারা রহমানের নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক জাহানারা রহমান রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভানেত্রী এবং বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন উজ্জ্বলের মাতা।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নারী নেত্রী ও কর্মীরা অংশ নেন। মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে আয়োজক জাহানারা রহমান বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দল ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন প্রতীক।”
উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দীর্ঘ সংগ্রামকে শ্রদ্ধাভরে তুলে ধরেন। তারা বলেন, “দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
শেষে মরহুমার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।













