মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ০৫:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৫৭১ বার পড়া হয়েছে
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে গৌরব, ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা চত্বরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল।
ছাত্রদলের আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, যুবনেতা মির্জা সকতসহ সিনিয়র নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাবলু হোসেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, ধুরইল ইউপি’র শ্রমিকদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, রাবি সাবেক ছাত্রনেতা তুহিনুল ইসলাম চনচল ধুরইল ইউপি ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।