মোহনপুরে মদপানে নিহত ৩ হাসপাতালে ৪

- আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৭৩৫ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর থানা পুলিশ মাদক প্রতিরোধে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের জেল হাজতে প্রেরণ করলেও মাদক ব্যবসায়ীদের আটক ও মাদক প্রতিরোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। মূলত মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনার কথা থাকলেও ৫ আগষ্টের আগে ও পরে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেকারণেই এ্যালকোহল (পটেনসি কট) সেবন করে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করছেন মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন মহল। মাদক সেবন করে আরো চার জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন চারজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের পরিবার ও মোহনপুর থানা পুলিশসুত্রে খবরটি জানা গেছে।
এঘটনায় নিহত মুনতাজের ছেলে মাসুম রানা মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হল মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।
নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নান এর কাছে থেকে মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, মদ পানের ঘটনায় মারা গেছেন তিনজন। একটি হত্যা মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।