জেলা ডিবি অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১

- আপডেট সময় : ০৪:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৫৩৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা চারঘাট থানা এলাকা হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে বিষয়টি জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
প্রেস রিলিস হতে জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) রাতে চারঘাট থানাধীন মেরামতপুর এলাকা হতে ৪৫ বোতল ফেন্সিডিল-সহ মাদক কারবারি জিল্লুর রহমান পিটার (৩৪)কে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স রাত ৯টা ৪০মিনিটের দিকে চারঘাট থানাধীন মেরামতপুর
এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল-সহ মাদক কারবারি পিটারকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।