মোহনপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে আটক পিয়ন

- আপডেট সময় : ০৪:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১১৭৩ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে জড়িয়ে ধরায় ওই স্কুলের পিয়ন কাম নৈশ প্রহরীকে আটক করে রাখে শিক্ষকসহ শিক্ষার্থীরা।
পিয়ন কাম নৈশ প্রহরী মোঃ হাসান আলী (৩৭) কে মোহনপুর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
পিয়ন হাসান বাটুপাড়া গ্রামের এলাকার মহসিনের ছেলে।
এঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষক পিয়নের বিরুদ্ধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পরে থানায় নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিতি অভিযোগ ও ঘটনাসুত্রে জানাগেছে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষিকা সবার আগে স্কুলে আসেন এরপর হাজিরা খাতায় স্বাক্ষর করার সময় পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন পিয়ন কাম নৈশ প্রহরী হাসান। এসময় ওই শিক্ষিকা চিৎকার চেচামেচি করলে প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা পিয়ন হাসানকে একটি কক্ষে আটক করে রাখেন। এঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোদাস্সেরসহ সঙ্গীয় ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রন করে হাসানকে আটক করে থানায় নিয়ে যান।
এবিষয়ে ভুক্তভোগী সহকারি শিক্ষক বলেন, আমার শারিরীক অবস্থা ভাল না আমি পরে কথা বলব।
প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার বানু বলেন, আমি স্কুলে প্রবেশ করার সময় ওই শিক্ষিকার চিৎকার শুনতে পায়। ভুক্তভোগী শিক্ষিকা আমাকে পিয়ন হাসান তার সাথে কি করেছে খুলে বলেন। ওই শিক্ষিকা নিজেই থানা পুলিশসহ সাংবাদিকদের বিষয়টি জানায়। পুলিশ এসে পিয়ন হাসানকে আটক করে থানায় নিয়ে গেছে। তাদের দু’জনের মধ্যে অনেকদিন যাবত পূর্ব শত্রুতা আছে বলে জানাগেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়ামিনকে ফোন করলে তিনি জানান, এবিষয়ে আমি কিছুই জানিনা। একবার ওই স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন ব্যস্ততার কারণে ফোন ধরতে পারিনি। পরে আবারও ফোন করে বলেন স্কুলে একটি অপ্রিতিকর ঘটনা ঘটেছে শুনে ব্যস্ততার কারণে আমাকে পরে ঘটনাটি জানাতে বলি। এরপর ইউএনও মহোদয় আমাকে ফোনে ঘটনাটি জানান। পরে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক আমার অফিসে এসে ঘটনাটি বলেন। এবিষয়ে ওই পিয়নের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান বলেন, বাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ করায় ওই স্কুলের হাসান নামে এক পিয়ন যৌন নিপিড়নের ঘটনায় আটক করা হয়েছে।
তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।