মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়ক দুর্ঘটনা ভাইবোন নিহত, আহত ৩

- আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৫৭ বার পড়া হয়েছে
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সাইনবোর্ড- বগী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলে ভাই ও বোনের মর্মান্তিক মৃত্য হয়েছে। এসময় তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬) ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুমি বেগমের পরিবারে গুরুত্বর আহত হয়েছেন তার তিন মাস বয়সী শিশুকন্যা মিলি আক্তার, ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান জানান, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালো স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ইজিবাইক ও বাসটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।