মোহনপুরে যুবদল নেতার উপর হামলা জড়িতদের ধরতে পুলিশকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

- আপডেট সময় : ০১:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৪৫ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ খান রনিকে(৩০) উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার বাকশিমইল ইউনিয়নের মিরপুর বিলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত যুবদল নেতা সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, যুবদল নেতা সৌরভ মিরপুর বিলে গভীর নলকূপের (ডিপ) পাশে বসে হিসাব নিকাশ করছিলেন এমন সময় যুবলীগসহ আওয়ামীলীগের কয়েকজন নেতা কর্মীরা পেছন থেকে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে জখম অবস্থায় সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
আহত যুবদল নেতা সৌরভ খান রনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মিরপুর বিলের একটি পান বরজে অবস্থান করেছিল একই এলাকার মোহনপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ভুট্টু, বাকশিমইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সামসুল আলম, স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাদিম আলীসহ ৮ থেকে ১০ জন।
সৌরভ খান রনি দাবি করেছেন যুবলীগ নেতা ভুট্টু, নাহিদ, সামসুল, নাদিমের নেতৃত্বে ৮/১০ জন দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর এ হামলা চালানো হয়েছে ।
এ ঘটনায় রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন । তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান৷
এদিকে মোহনপুর উপজেলা বিএনপি’র আয়োজনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমুলক কর্মসূচীর প্রতিবাদ সমাবেশ থেকে যুবদল নেতা সৌরভ খান রনি উপর যারা হামলা করেছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সময় বেধে দিয়েছে বিএনপি।
মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যারা এঘটনার সাথে জড়িত তাদের নাম ঠিকানা সংগ্রহ করে আটকের চেষ্টা চলছে।