০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এখন টিভির রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭১৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে কর্মরত এখন টেলিভিশনের ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে ছিলেন তিনি। ছোটবেলা কেটেছে গুরুদাসপুরেই।

গত ১৪ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে কুমিল্লায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান, আর মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাবর রোডের মারকাজুল ইসলাম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি গুরুদাসপুরে নেওয়া হয়, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এখন টিভির রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার আর নেই

আপডেট সময় : ১১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীতে কর্মরত এখন টেলিভিশনের ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে ছিলেন তিনি। ছোটবেলা কেটেছে গুরুদাসপুরেই।

গত ১৪ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে কুমিল্লায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান, আর মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাবর রোডের মারকাজুল ইসলাম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি গুরুদাসপুরে নেওয়া হয়, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।