মোহনপুরে ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

- আপডেট সময় : ০১:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ নিখোঁজের পাঁচ দিন পর রাজশাহীর মোহনপুর কেশরহাট পৌর এলাকার তিলহারি গ্রামের মৃত আলহাজ্ব কাজেম উদ্দিনের ছেলে ভ্যান চালক মোঃ আব্দুল মালেক (৪৩) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দুইটার দিকে রায়ঘাটি ইউপি’র বড়াইল উচ্চবিদ্যালয় সংলগ্ন বড় আমবাগানের ভেতরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজ থাকায় গত ২২ ফেব্রুয়ারি তার স্ত্রী কাজল পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় একটি সাধারণ ডায়ারি করা হয়।
এ বিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, তিনি গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়। এর পর তার আর কোনো খোঁজ না পেয়ে ২২ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দুইটার দিকে রায়ঘাটি ইউপি’র বড়াইল উচ্চবিদ্যালয় সংলগ্ন বড় আমবাগানের ভেতরে একটি পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শণ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার। এসময় থানা পুলিশের ওসিসহ সঙ্গীয় অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
লাশটি দীর্ঘ সময় ধরে পানিতে পড়ে থাকায় পচে গিয়ে গন্ধে সেই এলাকার পরিবেশ ভারি হয়ে গেছে। সিআইডি ফরেনসিক টিম লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মরচুয়ারিতে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সার্বিক বিষয়টি আমরা খতিয়ে দেখছি।