০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে কর্মসংস্থান হবে ১২ হাজার মানুষের উৎপাদিত পণ্য যাবে বিদেশে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৬৪৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চালু হলে স্থানীয়ভাবে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার বিকেলে মিল প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, “উত্তরবঙ্গে কলকারখানার সংখ্যা কম হলেও এখানে রয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম জনবল। এই অঞ্চলে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি মানুষের জীবিকায় আসবে পরিবর্তন।”

তিনি আরও জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) আওতায় রাজশাহী টেক্সটাইল মিলটি লিজ দেয়া হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অধীন বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতে এর নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় স্থানীয়দেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, “টেক্সটাইল মিল চালুর মাত্র ছয় মাসের মাথায় আমরা দুই হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছি, যার অধিকাংশই নারী। সবার সহযোগিতা পেলে আমরা ১২ হাজার কর্মসংস্থানের লক্ষ্য পূরণ করতে পারবো।”

তিনি আরও জানান, মিলটিতে উৎপাদিত লাগেজ ব্যাগ, জুতা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এতে দেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে কর্মসংস্থান হবে ১২ হাজার মানুষের উৎপাদিত পণ্য যাবে বিদেশে

আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চালু হলে স্থানীয়ভাবে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার বিকেলে মিল প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, “উত্তরবঙ্গে কলকারখানার সংখ্যা কম হলেও এখানে রয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম জনবল। এই অঞ্চলে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি মানুষের জীবিকায় আসবে পরিবর্তন।”

তিনি আরও জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) আওতায় রাজশাহী টেক্সটাইল মিলটি লিজ দেয়া হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অধীন বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতে এর নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় স্থানীয়দেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, “টেক্সটাইল মিল চালুর মাত্র ছয় মাসের মাথায় আমরা দুই হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছি, যার অধিকাংশই নারী। সবার সহযোগিতা পেলে আমরা ১২ হাজার কর্মসংস্থানের লক্ষ্য পূরণ করতে পারবো।”

তিনি আরও জানান, মিলটিতে উৎপাদিত লাগেজ ব্যাগ, জুতা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এতে দেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।