৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় আরএমপির সংবাদ বয়কটের ঘোষণা

- আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৯৩ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে স্থানীয় পত্রিকার একজন সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিরোইল বাস টার্মিনাল পূর্বালী মার্কেটে বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা, রুর্যাল জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব রাজশাহী শাখা ও রাজশাহী অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, আরএমপির শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী ও প্রতারক আক্তারুল ইসলামের যোগসাজশে ষড়যন্ত্রমূলকভাবে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে। তারা বলেন, এ ঘটনা সাংবাদিকদের ওপর হয়রানি, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা।
পূর্বঘোষিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ায় সভায় আরএমপির সব ধরনের সংবাদ বয়কটের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ওসি অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণ না করা হলে আন্দোলন আরও জোরালো করা হবে।
এর আগে ৪ সেপ্টেম্বর রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে সাংবাদিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে প্রতারক আক্তারুল ইসলাম ও ওসি মাছুমা মুস্তারীর যোগসাজশে আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল হোসেন, আরটিভির ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার মাজহারুল ইসলাম ও আজকের প্রত্যাশার নাজমুল হকসহ এক ঠিকাদারকে আসামি করে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।